কোম্পানীগঞ্জ,নোয়াখালী জেলার একটি উপকূলীয় উপজেলা। এই উপজেলার আয়তন ৩৮৬ বর্গ কিলোমিটার । মোট জনসংখ্যা ২,৭৪,০৮০ জন (প্রায়)। জনসংখ্যার শতকরা ৬০ ভাগ কৃষির সাথে জড়িত। উপজেলার মোট আবাদী জমির পরিমাণ ২৩,১৫৫ হেক্টর। শস্যের নিবিড়তা ১৭৬%। প্রধান প্রধান উৎপাদিত ফসল বোরো ধান, রোপা আমন, আউশ, ডাল,শাকসবজি ও অন্যান্য।
সাধারণ তথ্যাবলিঃ
পৌরসভার সংখ্যা - ০১ টি।
ইউনিয়নের সংখ্যা - ০৮ টি।
ব্লকের সংখ্যা- ২৫ টি।
এক ফসলী জমি- ৮৫২৯ (পতিত-পতিত-রোপা আমন )।
দুই ফসলী জমি- ১১৫৫০ (খেসারী- পতিত- রোপা আমন)।
তিন ফসলী জমি- ৩০৭৬ (ডাল- আউশ- রোপা আমন)।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস